তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ত্রাবজোনের বিমান বন্দরে অবতরণের পর যাত্রীবাহী একটি বিমান রানওয়ে ছাড়িয়ে রাস্তা পেরিয়ে সাগরের খাড়া পাড়ের উপরে গিয়ে ঝুলে পড়ে।
ছবিতে দেখা গেছে, বিমানটি সাগরের খাড়া কর্দমাক্ত তীরের ওপর পড়ে আছে, আর এর সম্মুখভাগ সাগরের পানির মাত্র কয়েক মিটার ওপরে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু ফাতিমা গরদু নামে এক যাত্রীকে উদ্ধৃত করে লিখেছে, আমরা সবাই বিমানটির একপাশে গিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ভীতি তৈরি হয়েছিল। সবাই চিৎকার করছিল।
তবে পেগাসাস এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানের ১৬৮ জন যাত্রী এবং ক্রু অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।
স্থানীয় গভর্নর ইউসেল ইয়াভুজ জানিয়েছেন, কেই আহতও হননি। কেন এ ধরনের দুর্ঘটনা হলো তা তদন্ত করা হচ্ছে। কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।-বিবিসি
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/আরাফাত