একের পর এক ভূমিকম্প। এবারের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৫.৩। যদিও এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে এদিনই, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৭.৩ ধরা পড়েছে। কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। এখনও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রবল কম্পনের পর তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। রাস্তায় নেমে নিরাপদ জায়গার খোঁজে বহু মানুষ।
সূত্রের খবর, রবিবার সকালে ৪.১৫ মিনিটে কেঁপে ওঠে পেরুর উপকূল। উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সকলকে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জারি করা হয়েছে সতর্কতা। যেকোনও মুহূর্তে সুনামির সুবিশাল ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে। ভয়াবহ ক্ষয়-ক্ষতির আশঙ্কাও রয়েছে।
পেরুর আকারি থেকে ৪২ কিলোমিটার দূরে একটি জায়গায় এই কম্পন অনুভূত হয়। কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার নিচে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/আরাফাত