গত ৬ জানুয়ারি সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে ইরানের একটি ট্যাংকার দুর্ঘটনার শিকার হয়েছিল। পণ্যবাহী একটি জাহাজের সঙ্গে দক্ষিণ কোরিয়াগামী ওই তেল ট্যাংকারের সংঘর্ষ হয়। পরে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। অবশেষে জ্বলতে জ্বলতেই তেলবাহী ইরানের সেই ট্যাংকারটি ডুবে গেছে বলে জানিয়েছে বিবিসি।
এ ব্যাপারে রবিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার কবলে পড়া ইরানের তেলবাহী ট্যাংকারটি জ্বলতে জ্বলতেই ডুবে গেছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা ট্যাংকারটি ডুবে যাওয়ায় ৩২ ক্রুর বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।
এ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দেশটির উদ্ধারকারী দলের মুখপাত্র মোহাম্মদ রাস্তাদ বলেন, ‘ক্রু সদস্যদের জীবিত উদ্ধারের কোনো আশা নেই।’
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ