ভারতকে তাদের পারমাণবিক শক্তি পরখ করে দেখতে বললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খুবাজা মোহাম্মদ আসিফ। ভারতীয় সেনাপ্রধানের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে টুইটারে তিনি এ কথা বলেন।
শুক্রবার ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, ‘পাকিস্তানের পরমাণু ধাপ্পাবাজির জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারত। যদি সত্যিই পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াই করতে বলা হয় তাহলে আমরা তাদের পারমাণবিক অস্ত্রের ভয়ে বলবো না যে আমরা সীমান্ত অতিক্রম করতে পারবো না। এটা একটা পারমাণবিক ধাপ্পাবাজি।’
এরপরেই আসিফ টুইট করে বলেন, ‘ভারতের সেনাপ্রধানের এটা একটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। তাঁর পদমর্যাদার সঙ্গে খাপ খায় না। যদি ভারত আমাদের ক্ষমতা দেখতেই চায়, তো পাকিস্তানে হামলা চালাক। ভারতের সেনাপ্রধানের সংশয় দূর হয়ে যাবে।’
বিদেশমন্ত্রীর মন্তব্যের পরেই পাকিস্তানের বিদেশ দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে লেখেন, ‘নিজেদের নিরাপদে রাখতে পাকিস্তান সক্ষম।’ অপরদিকে সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের টুইট, ‘আমরা পেশাদার সেনাবাহিনী, দায়িত্ববান পারমাণবিক রাষ্ট্র আর প্রাণোচ্ছল জাতি। ভারত নিশ্চয় মায়ার মধ্যে বাস করে না।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর