আরও একটা ধর্ষণ। এটাও ভারতের হরিয়ানায়। ফরিদাবাদে সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হলেন ২২ বছরের এক যুবতী। চলন্ত গাড়িতে প্রায় ২ ঘণ্টা ধরে তাকে গণধর্ষণ করেছে তিন ব্যক্তি
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই যুবতী। রাস্তা থেকে জোর করে তাকে টেনে একটি প্রাইভেটকারে তুলে নেন কয়েক যুবক। এরপরই এক একে শুরু হয় অত্যাচার। এই ভাবে দুই ঘণ্টা ধরে লালসার শিকার হওয়া মেয়েটিকে সিক্রি গ্রামের পেট্রল পাম্পের কাছে ফেলে চম্পট দেয় ধর্ষকরা।
ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েটির সারা শরীরে ক্ষত ছিল। মেডিক্যাল টেস্ট করে গণধর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তদন্তকারী দল।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/আরাফাত