ইঞ্জিন রুম থেকে আগুন লেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি যাত্রীবাহী নৌকার অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
অঙ্গরাজ্যটির টাম্পার শহরের উত্তরে নিউ পোর্ট রিচির কাছে স্থানীয় সময় রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নৌকাটিতে ৫০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের সময় নৌকাটি উপকূল থেকে প্রায় অর্ধ মাইল দূরে ছিল।
স্থানীয় ফায়ার সার্ভিসের ডেপুটি চিফ অ্যান্ড্রু ফোসা বলেন, ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। নৌকার ক্যাপ্টেনের বিচক্ষণতায় যাত্রীদের সবার জীবন রক্ষা হয়। তিনি আগুনের শিখা দেখা মাত্রই নৌকাটি তীরের দিকে ঘুরিয়ে দেন। দ্রুত তীরের কাছাকাছি আসায় প্রত্যক্ষদর্শীরা যাত্রীদের উদ্ধার করে।
স্থানীয় পুলিশের কর্মকর্তা জেসন জিমারমেন বলেন, ঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারলে পরিস্থিত খুবই গুরুতর হতে পারতো। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৮/ ই জাহান