চলতি সপ্তাহেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ ব্যাপারে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার আমন্ত্রণে আগামী ২ ও ৩ মে দুইদিনের সফরে যাচ্ছেন ওয়াং। তবে সফরে কী বিষয় নিয়ে আলোচনা হবে বা কোন বিষয়টি প্রাধান্য পাবে, সে তথ্য জানা যায়নি।
এর আগে রবিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মে মাসে বন্ধ হতে যাওয়া পরমাণু পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও সিউল থেকে বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের আসার জন্য আহ্বান জানাবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
উল্লেখ্য, গত শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে ‘ঐতিহাসিক’ বৈঠকের পর কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার ঘোষণা দেন তারা।
বিডি প্রতিদিন/৩০এপ্রিল ২০১৮/ওয়াসিফ