যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২০১৫ সালে সফর করেছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। দীর্ঘ ৩ বছর পর আবারও দেশটি সফরে যাচ্ছেন এ নেতা। আর এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বুহারি। যেখানে পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পাবে।
এদিকে ক্ষমতায় আসীনের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন, দেশটির সঙ্গে দূরত্ব আরো কমিয়ে নিয়ে আসতে; একই সুর চীনেরও। উভয় রাষ্ট্রই চাচ্ছে, নাইজেরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে। নাইজেরিয়াও চাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিকভাবে সম্পর্ক সুদৃঢ় রাখতে। সেজন্য ওয়াশিংটনে যাচ্ছেন তিনি।
সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে পশ্চিম আফ্রিকার দেশ বোকো হারেম এবং জঙ্গি ইস্যু টেনে নিয়ে আসবেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ, সেখানকার বিদ্রোহীরা নাইজেরিয়ার জন্য দিনের পর দিন হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
নাইজেরিয়ার রাজধানী থেকে আলজাজিরার প্রতিবেদক আহমেদ ইদ্রিস বলেন, বোকো হারেমের বিরুদ্ধে লড়াই করতে মার্কিন সহায়তা কামনা করবেন বুহারি।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক এবং দুর্নীতি বিরোধী লড়াইয়েও ট্রাম্পের সহায়তা কামনা করবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু নাইজেরিয়ার সঙ্গে যে কোনো ধরনের চুক্তিতে মার্কিন স্বার্থ গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে।
গত তিন বছরে বুহারির যেমন এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। অন্যদিকে সাব-সাহারা অঞ্চলের কোনো দেশের প্রেসিডেন্টের সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ করছেন ট্রাম্প।
বিডিপ্রতিদিন/ ই-জাহান