ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই দেশ কখনও ধর্মের মধ্যে কোন বিভেদ তৈরি করেনি এবং অন্য রাষ্ট্রের ওপর এই দেশের হামলার কোন ইতিহাসও নেই।
গৌতম বুদ্ধের জন্ম উপলক্ষে সোমবার দিল্লিতে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে মোদি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসই একটা উদাহরণ যে, আমরা কখনও আগ্রাসী হইনি। অন্য কোন রাষ্ট্র বা অন্যের মতাদর্শে হামলা করার কোন ইতিহাস ভারতের নেই। আমরা কখনও কোন ধর্মের মধ্যে বিভেদ তৈরি করারও চেষ্টা করিনি।
বুদ্ধের শিক্ষার কথা উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানবতার ওপর ভিত্তি করেই ভারত থেকে যে মতাদর্শ উৎপত্তি হয়েছে, দেশ এর জন্য গর্বিত।
বিডি প্রতিনিধি/৩০ এপ্রিল, ২০১৮/ফারজানা