আবারও আফগানিস্তানে হামলা চালানো হয়েছে। দেশটির কান্দাহারে একটি বিদেশি সামরিক গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটিতে এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রাদেশিক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, একটি গাড়িতে রাখা বোমা বিস্ফোরণের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গাড়িটির আশেপাশে অবস্থান করছিল। তাছাড়া আহতদের মধ্যে দেশি ও বিদেশি নিরাপত্তাবাহিনীর সদস্যরা রয়েছেন। বর্তমানে সেখানে যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে।
তবে এখন পর্যন্ত কোনো সংগঠন বা দল এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে, একইদিন দেশটির রাজধানী কাবুলে দুইদফা আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাংবাদিকসহ ২৯ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস হামলাটির দায় স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/৩০এপ্রিল ২০১৮/ওয়াসিফ