ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে সক্ষম নয় তেল আবিব। এ ধরনের হামলা সম্ভাব্য সাফল্যের চেয়ে অনেক বেশি বিপদ ডেকে আনবে।
রবিবার নিউইয়র্কে জেরুজালেম পোস্টের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে ইহুদ ওলমার্ট এসব কথা বলেছেন।
তিনি বলেন, তেল আবিব সরকার ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সফল হামলা চালাতে সক্ষম নয়। ওলমার্ট ২০০৭ সালে সিরিয়ার কথিত পরমাণু স্থাপনায় হামলা জন্য ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। সিরিয়া অবশ্য বলে আসছে সেটা পরমাণু স্থাপনা ছিল না।
ওলমার্ট বলেন, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এ কারণে যে, এমন হামলায় বড় জোর ইরানের পরমাণু কর্মসূচি দু বছর পিছিয়ে যাবে কিন্তু বন্ধ হবে না। তবে এ ধরনের হামলায় সফলতা অর্জনের চেয়ে বিপদের আশঙ্কা ছিল অনেক বেশি এবং এখন তা আরও অনেক বেশি বাস্তব।
ওলমার্ট বলেন, আমরা সিরিয়ার সঙ্গে যা করেছি ইরানের সঙ্গে তা করতে পারব না।
ওলমার্ট তার ভাষায় আরও বলেন, আমরা সিরিয়ার পরমাণু স্থাপনা ধ্বংস করেছিলাম এবং জানতাম যে, এটা পুনর্নির্মাণ করতে বহু সময় লাগবে কিন্তু ইরানের বিষয়টাতে অনেক পার্থক্য রয়েছে এবং ইরানের পরমাণু স্থাপনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার বেশিরভাগই মাটির নিচে। এসব পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরাইলের জন্য কষ্টকর, একাজ করতে হলে ভিন্ন রকমের সামর্থ দরকার।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৮/আরাফাত