সিরিয়া ইস্যুতে উত্তপ্ত পুরো আন্তর্জাতিক মহল। আর তারই জের ধরে এবার ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, তেল আবিব সিরিয়ার ভেতরে মুক্তভাবে সামরিক অভিযান অব্যাহত রাখবে ইসরাইল। সিরিয়ার পরাজিত উগ্র সন্ত্রাসীদের মনোবল চাঙা করতে ইসরাইল এরইমধ্যে দেশটির অভ্যন্তরে কয়েক দফা আগ্রাসন চালিয়েছে।
এ ব্যাপারে ইসরায়েলের জেরুজালেম পোস্টের বার্ষিক সম্মেলনে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, রাশিয়ার ওপর হামলা চালানোর কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করতে চাই না। তবে কেউ যদি চিন্তা করে থাকে যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো সম্ভব কিংবা আমাদের জঙ্গি বিমানগুলোকে ভূপাতিত করে দেয়াও সম্ভব তাহলে আমরা এর বিরুদ্ধে কড়া জবাব দেব।
সিরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে রাশিয়া কিংবা অন্য কোনো দেশের সীমাবদ্ধতা ইসরাইল মেনে নেবে না বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১মে ২০১৮/ওয়াসিফ