চীনের কাছ থেকে ৩.১ বিলিয়ন ডলার বিনিয়োগ পেতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ডোমিনিকান রিপাবলিক। বিপরীতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ক্যারিবীয় দেশটি। সোমবার রাতে দেশটির সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ডোমিনিকান রিপাবলিকের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আমরা চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের জন্য অনেক ইতিবাচক হবে বলে আমাদের বিশ্বাস।
এই বিবৃতির মাধ্যমে ডোমিনিকান রিপাবলিক বিশ্বে এক চীন নীতিকে স্বীকৃতি দিচ্ছে। দেশটি আরো স্বীকৃতি দিচ্ছে, তাইওয়ান হচ্ছে চীন ভূ-খন্ডের অবিচ্ছেদ্য অংশ।
প্রসঙ্গত, ১৯৪৯ সালের গৃহযুদ্ধে চীনের মূল ভূখন্ড থেকে তাইওয়ান বেরিয়ে যায়। এরপর থেকে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম দেশ হিসেবে মনে করছে। কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়নি। তাইওয়ানকে তাদেরই ভূখন্ডের অংশ হিসেবে বিবেচনা করে থাকে চীন।
বিডি প্রতিদিন/ই-জাহান