সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি ইয়ং জিচি সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করে কৌশলগত অংশীদারত্ব জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর সিনহুয়ার।
এ সময় চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইয়ং ইউএই প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান ও যুবরাজকে শি’র উষ্ণ শুভেচ্ছা জানান।
ইয়ং বলেন, চীন ইউএই’র সাথে তাদের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় এবং তারা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ইউএই’কে গুরুত্বের সাথে বিবেচনা করে।
ইয়ং বলেন, রাজনৈতিক ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে এ দু’দেশের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে এবং এক্ষেত্রে সহযোগিতার অনেক ইতিবাচক ফলাফল লক্ষ্যকরা যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘চীন ইউএই’র সকল খাতে সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহী। এ ছাড়া নতুন এ যুগে দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়নে আরো বড় সফলতা অর্জনে সরাসরি তথ্য আদান-প্রদান ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক।’
ইয়ং বলেন, চীন ইউএই’র উন্নয়ন কৌশলের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সমন্বয় করতে আগ্রহী।
তিনি বিশ্বাস করেন যে, এ দ্বিপাক্ষিক সহযোগিতা উভয় দেশের জনগণের স্বার্থ বজায় থাকবে।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৮/এনায়েত করিম