সুইডিশ রাজকুমারী (ক্রাউন প্রিন্সেস) ভিক্টোরিয়াকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিখ্যাত ফরাসি চিত্রগ্রাহক জঁ-ক্লদ আর্নোর বিরুদ্ধে। ২০০৬ সালে সুইডিশ অ্যাকাডেমির অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। যদিও নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন আর্নো।
সাবেক সুইডিশ অ্যাকাডেমি সদস্যের স্বামী আর্নো সহজে পার পাবেন বলে মনে হচ্ছে না। কারণ সুইডেনের স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে তিনজনের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যারা এমন হয়রানির ঘটনা স্বচক্ষে দেখেছেন বলে দাবি করেছেন।
গত নভেম্বর জঁ-ক্লদ আর্নোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ১৮ জন নারী। এরই জেরে চাপে পড়ে পদত্যাগ করেছিলেন সুইডিশ অ্যাকাডেমির কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে ছিলেন আর্নোর স্ত্রী ক্যাটরিনা ফ্রস্টেনসনও। এর রেশ কাটতে না কাটতে রাজকুমারী ভিক্টোরিয়াও জঁ-ক্লদের বিরুদ্ধে অভিযোগ উঠলো।
চিত্রগ্রাহক জঁ-ক্লদ আর্নো।
জঁ-ক্লদ আর্নো অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু রাজকুমারীর অভিযোগের পক্ষে একাধিক সাক্ষী রয়েছেন। সে সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা তিনজন জানিয়েছেন, রাজকুমারীর গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন আর্নো।
এ বিষয়ে সুইডিশ লেখিকা এবা উইট-ব্রাটস্টর্ম বলেন, হঠাৎই আর্নো এগিয়ে যান ভিক্টোরিয়ার দিকে। তিনি পেছন থেকে সোজা গিয়ে ভিক্টোরিয়ার ঘাড়ে হাত রাখেন। এরপর অশালীনভাবে রাজকুমারীর শরীরে স্পর্শ করতে থাকেন।
এবা আরও জানান, ভিক্টোরিয়ার উর্দি পরা নিরাপত্তা কর্মকর্তা ব্যাপারটি লক্ষ করে সঙ্গে সঙ্গে টেনে সরিয়ে দেন আর্নোকে। সেদিন ঘটনার বীভৎসতায় চমকে গিয়েছিলেন ভিক্টোরিয়া।
সূত্র: বিবিসি ও টেলিগ্রাফ
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৮/মাহবুব