ভারতের সিনিয়র সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত রাজেন্দ্র নিকালজে ওরফে ছোটা রাজনসহ নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন মুম্বাইয়ে বিশেষ সিবিআই আদালত।
বুধবার বিকালে দোষীদের সাজা ঘোষণা করে বিশেষ আদালত।
এর আগে এদিন সকালে ছোটা রাজনসহ বাকীদের দোষী সাব্যস্ত করা হয়। অন্যদিকে এই মামলায় বেকসুর খালাস দেওয়া হয় অভিযুক্ত সাংবাদিক জিগনা ভোরা ও পলসন যোশেপ-কে।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) প্রদীপ ঘারাত এদিন আদালতে জানান একজন সাংবাদিকের ওপর হামলার অর্থ হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ-এর ওপর হামলা তাই দোষীদের প্রতি যেন কোনরকম নরম মনোভাব নেওয়া না হয়। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী জানান এই ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম নয়, তাই তাদের যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয়। দুইপক্ষের বক্তব্য শুনে আদালত দোষীদের যাবজ্জীবন সাজা দেয়।
২০১১ সালের ১১ জুন মুম্বাইয়ের পাওয়াইয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছিলেন ‘মিড ডে’ নামক ইংরেজি দৈনিকের সাংবাদিক জ্যোতির্ময় দে (৫৬)। অপরাধ মূলক (ক্রাইম) জার্নালিস্ট হিসাবে যথেষ্ট নাম ছিল জে দে’(মুম্বাইয়ে এই নামেই পরিচিত ছিলেন) এর। তদন্তে নামে মুম্বাই পুলিশ। তদন্তে নেমে এই খুনের ঘটনায় কুখ্যাত গ্যংস্টার ছোটা রাজন, এশিয়ান এজ’এর সাবেক ব্যুরো চিফ জিগনা ভোরা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়টি জানতে পারে পুলিশ। হত্যার কয়েকমাসের মধ্যেই আটক করা হয় জিগনা ভোরাকে। পরে ঘটনা গুরুত্ব অনুধাবন করে তদন্তভার দেওয়া হয় সিবিআই’এর হাতে। এরইমধ্যে ২০১৫ সালের নভেম্বরে ইন্দোনেশিয়া থেকে আটক করে ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন