চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের ভূগর্ভস্থ কার পার্কে রাখা গাড়ির ওপর একটি টিউব (বড় ধরনের লোহার পাইপ) পড়ে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, রবিবার দুপুরে শাংশু’র ওয়ান্দা বিপনী বিতানের আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির সামনের আসনে বসা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। তবে পিছনের আসনে বসা একটি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গাড়ির বাইরে এক ব্যক্তিকেও টিউবটি আঘাত করে। এতে সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মারা যায়।
এই ঘটনায় তিন জনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
এ ঘটনার পর ২০১৭ সালের জুলাইতে চালু হওয়া শপিং মলটি আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান