বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে ট্রাকভর্তি কুকুর আটক হয়েছে। আসামের নগাঁও জেলার কোলাইবরের কাছেই একটি দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রাকটি। এরপরই বেরিয়ে আসে আসল ঘটনা। সেই ট্রাক থেকে প্রায় ৬০টি কুকুর উদ্ধার করা হয়।
এদিকে ভারতীয় পুলিশ কুকুরগুলো আটক করার পর এগুলোর গন্তব্য কোথায় ছিল তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে। আসাম থেকে প্রচুর গরু ও গরুর মাংস বাংলাদেশে পাচারের অভিযোগ রয়েছে। কুকুরগুলোকেও গরু কিংবা অন্য কোনো মাংস হিসেবে চালিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
ভারতের কয়েকটি রাজ্যে পচা মাংস কাণ্ড ঘিরে চলছে জোর তল্লাশি। উঠে আসছে নতুন নতুন তথ্য। এই অবস্থায় আসামের ঘটনা রীতিমতো নড়েচড়ে বসেছে সবাই।
উদ্ধার হওয়া কুকুরগুলোর মধ্যে ৫টি কুকুর মারা গেছে। বাকি কুকুরগুলোকে ছেড়ে দেয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/হিমেল