কিম জং-উনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে সামনে রেখে ফের উত্তর কোরিয়া সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সফরের খবর প্রকাশ করে বুধবার সকালে টুইটারে পম্পেও জানান, তিনি বৈঠক সফল করার পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় আছেন।
এর আগে গত এপ্রিল মাসেও উত্তর কোরিয়ার গিয়েছিলেন পম্পেও। দক্ষিণ কোরীয় সরকারের এক মুখপাত্র বুধবার টোকিওতে সাংবাদিকদের জানান, পম্পেও কয়েক মাস ধরে উত্তর কোরিয়ায় বন্দী তিন মার্কিন নাগরিককে নিয়ে দেশে ফিরতে পারেন। পম্পেও'র এই সফরের পর ট্রাম্প-কিম বৈঠকের সময়সূচি ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেনও জানান তিনি।
এর আগে মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউজে বলেন, 'বৈঠকের সময়, তারিখ ও স্থান সবকিছু নির্ধারিত হয়েছে।' কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু ট্রাম্প বলেননি। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/৯ মে, ২০১৮/ফারজানা