চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করায় সিআইএ’র একজন সাবেক এজেন্টকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি’র।
এই মামলার কারণে আট বছর আগের সিআইএ’র চীন নেটওয়ার্কের সম্পর্কের নাটকীয় অবনতি হতে পারে।
বিচার বিভাগ জানায়, সিআইএ’র চাকরি ছেড়ে চলে যাওয়ার তিন বছর পর ২০০৭ সালে জেরি চুন শিং লী যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্যের বিনিময়ে চীনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে অর্থ নেন।
৫৩ বছর বয়সী লী চীনের এজেন্টদের অনুরোধে তথ্য দিয়েছিলেন। এক্ষেত্রে তিনি নগদ অর্থ নেয়ার কথা গোপন রাখেন। লী জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও একই সাথে তিনি হংকংয়েরও বাসিন্দা।
গত জানুয়ারি মাসে লী’কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে এফবিআই এজেন্টরা লী’র মালপত্র খুঁজে বের করে।
২০১২ সালে এফবিআই এজেন্টদের স্বেচ্ছায় দেয়া এক সাক্ষাতকারে লী চীনের এজেন্টদের জন্য নথি প্রস্তুত করার কথা স্বীকার করেন। সিআইএ’তে তিনি দীর্ঘ ১৪ বছর চাকরি করেন।
বিদেশি কোনো সরকারকে সহায়তায় জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য নেয়া বা দেয়ার ষড়যন্ত্র করায় মঙ্গলবার লী’কে অভিযুক্ত করা হয়েছে। স্বীকারোক্তির প্রায় ছয় বছর পর এই অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
লী’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কেন এতো বিলম্ব করা হলো সে ব্যাপারে কর্মকর্তারা কিছু জানাননি। এছাড়া তিনি চীনের এজেন্টদের কি ধরনের তথ্য দিয়েছেন সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলা হয়নি।
তবে এ ব্যাপারে কোনো মামলা হলে সিআইএ’র চীনের নেটওয়ার্কের সাথে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কের সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম