মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জোট।
মালয়েশিয়া নির্বাচন কমিশন সূত্রের খবর, সর্বমোট ২২২টি আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের দল বারিসান ন্যাশনাল ৭৯টি আসন পেয়েছে।
অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জোট ১১৫টি আসন পেয়েছে।
ইসলামী দল ১৭টি ও অন্যান্যরা ৬টি আসন পেয়েছে। এখনও বাকি আছে ৫টি সিট।
এর আগে বুধবার মালয়েশিয়ায় ৮ হাজার ২৫৩টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ভোটার সংখ্যা দেড় কোটি।
বিডি-প্রতিদিন/ই-জাহান/ওয়াসিফ