সাবেক ভ্যাটিকান কূটনীতিক কার্লো মারিয়া ভিগানোর পদত্যাগের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি পোপ ফ্রান্সিস। মার্কিন কার্ডিনাল থিওডোর ম্যাককারিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে পোপকে পদত্যাগের আহবান জানান ভিগানো। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আয়ারল্যান্ডে পোপ ফ্রান্সিসের সফর শেষে ভিগানোর অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পোপ।
ভিগানো পোপের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পাঁচ বছর আগ থেকে ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়ে জানতেন পোপ ফ্রান্সিস। অথচ গত মাসে ওই মার্কিন কার্ডিনালের পদত্যাগপত্র গ্রহণ করেন পোপ। ভিগানো বলেন, ২০১৩ সালেই তিনি ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়ে পোপকে জানিয়েছেন। তবে পোপ ফ্রান্সিনের সঙ্গে কথাবার্তার কোনো লিখিত বা অন্য প্রমাণাদি উপস্থাপন করেননি ভিগানো।
এদিকে, এক প্রশ্নের জবাবে পোপ জানান, আর্চবিশপ ভিগানোর ১১ পাতার চিঠির প্রত্যুত্তরে তিনি একটি শব্দও উচ্চারণ করবেন না। পোপ বলেন, আমি এ বিষয়ে একটি শব্দও উচ্চারণ করব না।
বিডি প্রতিদিন/এ মজুমদার