মালয়েশিয়ার অর্থমন্ত্রী লিম গুয়ান ইংকে তার বিরুদ্ধে আনা দুর্নীতির একটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নেমায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অর্থমন্ত্রীর বিরুদ্ধে গতকাল প্রসিকিউশন অভিযোগ প্রত্যাহার করে নিলে দেশটির বিচারক হাদরিয়াহ সৈয়দ ইসমাইল ওই রায় প্রদান করেন। খবর দ্য জাকার্তা পোস্ট।
২০১৬ সালে লিমের বিরুদ্ধে আদালতে আনীত ওই অভিযোগে বলা হয়েছিল, তিনি পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বাজার মূল্যের চেয়ে কমমূল্যে একটি দোতলা বাংলো ক্রয় করেছিলেন। আর এ কারণেই তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।
এদিকে, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সাবেক ব্যাংকার ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লিমকে গত মে মাসে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার