আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের একটি নিরাপত্তা ফাঁড়িতে মঙ্গলবার এক সংঘর্ষে দুই পুলিশ ও কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
প্রাদেশিক পুলিশ মুখপাত্র নাকিবুল্লাহ আমিনি সিনহুয়াকে বলেন, ‘প্রাদেশিক রাজধানী কালা-ই-নাও নগরীর উপকণ্ঠে লামান এলাকায় অবস্থিত একটি নিরাপত্তা ফাঁড়িতে তালেবান হামলার পর মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
তিনি আরও জানান, এই ঘটনায় আরও চার পুলিশ সদস্য ও ১৬ তালেবান জঙ্গি আহত হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে এ সংঘর্ষ চলে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম