ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিরি রেগেব বলেছেন, খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইসরায়েলি পতাকা উড়বে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার আবুধাবিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুডু প্রতিযোগিতায় ইসরায়েলি জুডু দলকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।
ইসরায়েলি মন্ত্রী বলেন, আবুধাবিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের টিম বিজয়ী হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে ইসরাইলি পতাকা উড়বে এবং জাতীয় সঙ্গীত বাজবে।
সংযুক্ত আরব আমিরাত বহু দিন ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরণের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এর আগে আরব আমিরাত তেল আবিবে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত