হোয়াইট হাউজের সাবেক ইন্টার্ন মনিকা লিউনস্কি সোমবার রাতে জেরুজালেমে একটি কনফারেন্সে ছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রসঙ্গে প্রশ্ন করতেই মঞ্চ ছেড়ে চলে যান তিনি।
বিল ক্লিনটনের সঙ্গে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল মনিকার। সম্প্রতি যৌন নিপীড়নবিরোধী আন্দোলনের ঢেউয়ের মধ্যে মনিকা স্বীকার করেন, ওই সম্পর্কের বিষয়টি জনসম্মুখে প্রকাশিত হওয়ায় অপমানজনক পরিস্থিতি সহ্য করতে হয়েছে তাকে।
কনফারেন্সে জোনিত লেভি প্রশ্ন করেন যে মনিকা লিউনস্কি কী এখনো আশা করেন যে, বিল ক্লিনটন তার কাছে ক্ষমা চাইবেন? প্রশ্নটি করতেই পোশাকে লাগানো মাইক খুলে ফেলে মঞ্চ ছাড়েন মনিকা। মঞ্চ ছাড়ার আগে তিনি বলেন, 'আমি দুঃখিত, আমি আর এ অনুষ্ঠান চালিয়ে যেতে পারছি না।' সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড
বিডি প্রতিদিন/ফারজানা