চীনের সবচেয়ে বড় ই-কমার্স সাইটগুলোর মধ্যে অন্যতম জেডি ডটকমের প্রধান নির্বাহী লিউ কিয়াংডংকে গত সপ্তাহে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিবিসি আজ বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে।
গ্রেফতারের প্রাথমিক খবরে বলা হয়েছিল, যৌন সহিংসতার দায়ে' যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে লিউকে। চীনের এই ধনকুবের তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং ছাড়াও পেয়ে গেছেন। তবে তার বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।
ছাড়া পেলেও আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন লিউ কিয়াংডং। মঙ্গলবার তার প্রতিষ্ঠান জেডি ডটকমের শেয়ার দাম পড়ে যায় যা গত ১৮ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন।
বিডি প্রতিদিন/ফারজানা