পুলিৎজার পুরস্কার জয়ী মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা বইয়ে হোয়াইট হাউজে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওয়াটারগেট কেলেঙ্কারি উন্মোচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন এই সাংবাদিকের বইয়ে এবার ট্রাম্প সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
‘ফেয়ার : ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ নামে বইটির মাধ্যমে সাংবাদিক বব উডওয়ার্ড এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। বইটিতে তিনি বলেছেন, দেশকে নিরাপদ রাখতে ট্রাম্পের ডেস্ক থেকে বেশ কিছু ডকুমেন্ট চুরি করেছেন তারই সহযোগীরা। এসব ডকুমেন্ট ছিল বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার বেশ কিছু দলিল। এমন কি ট্রাম্পের বিচার বিবেচনার জন্য বর্তমান ও সাবেক কয়েকজন সহযোগী তাকে ‘ইডিয়ট’ ও মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এমন সব অভিযোগ অস্বীকার করেছেন। খবর- বার্তা সংস্থা এপি'র।
ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ডের বইয়ের তথ্য মঙ্গলবার প্রকাশ পেয়েছে। এতে এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ অবস্থায় পড়েছেন ট্রাম্প। বব উডওয়ার্ডের বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার এক সপ্তাহ আগে মঙ্গলবার বার্তা সংস্থা এপির হাতে আসে একটি কপি। এরপরই এ বইয়ের উদ্ধৃতি ও কাহিনীগুলোকে এক টুইটার বার্তায় ট্রাম্প প্রতারণা ও জনগণের সঙ্গে মস্করা বলে অভিহিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম