ভারতে সমকামিতা বৈধ হবে কিনা তা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার আদেশ দিবে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। আদালতের আদেশে এ দিন বহুল আলোচিত-সমালোচিত বিষয়টির সুরাহা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।
বর্তমানে প্রচলিত ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ এর এ ধারা অনুযায়ী সমকামিতা ফৌজদারি অপরাধ। ‘প্রকৃতিবিরুদ্ধ’ হিসেবে চিহ্নিত করে সমকামিতার দায়ে আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
আইনের ধারাটি নিয়ে চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান