ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের গোহাটিতে বুধবার স্থানীয় সময় বিকেলে ব্রহ্মপুত্র নদে নৌকা উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ৩০ জন নিখোঁজ হয়ে গেছেন। জানা যায়, একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়। এসময় ওই নৌযানটি বিধ্বস্ত হয়ে যায়।
এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এ ঘটনায় এক মেয়েসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপদ সংকুল অবস্থা থেকে ১০ জনকে বের করে আনতে পেরেছে উদ্ধারকারী দল। কিন্তু এখনও ৩০ জন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার উদ্ধারকারী দল নিখোঁজদের বের করতে অভিযান চালিয়ে যাচ্ছে।
আসামের কামরুপ জেলা প্রশাসক কামাল কুমার বৈশ্য বলেন, অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে এ ঘটনা ঘটতে পারে। নৌকাটিতে মাত্র ২২ জন যাত্রী টিকিট পেয়েছিলেন। এছাড়া ১৮টি মোটরসাইকেল তুলে যানটি অত্যধিক বোঝাই করা হয়েছিল বলে জানা গেছে।
এদিকে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ