উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বুধবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশেষ প্রতিনিধি দলটি একদিনের সফরে পিয়ংইয়ং পৌঁছলে তাদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন কিম। এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের সদস্যদের নেতৃত্বে রয়েছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা দপ্তরের প্রধান চুং ইউ-ইয়ং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তার এই বিশেষ প্রতিনিধি দলটির কাছে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকের বিষয়ে একটি চিঠি দিয়েছেন। চলতি মাসে এই বৈঠক হওয়ার কথা। তবে এর সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র কিম ইউ-কিউম এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল মত বিনিময় করেছে। তবে কী বিষয়ে তারা মত বিনিময় করেছে এ ব্যাপারে মুখপাত্র কিছুই জানাননি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ