Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১০:২৭
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০১

ইন্দোনেশিয়ার আকাশে ভিনগ্রহী যান, জনমনে চাঞ্চল্য! (ভিডিও)

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার আকাশে ভিনগ্রহী যান, জনমনে চাঞ্চল্য! (ভিডিও)
সংগৃহীত ছবি

ইউএফও ইউএফও বা “আন-আইডেন্টিফাইড ফ্লাইং অব্জেক্ট” শব্দ দুটির সাথে আমরা অনেকেই পরিচিত। ইউএফও হচ্ছে এমন একটি আকাশ যান যেটা মানুষের তৈরি নয়, সচরাচর দেখা যায় না এবং সনাক্ত করা যায় নি। ধারণা হয়ে থাকে ভিন গ্রহের প্রাণীরা প্রায়ই আমাদের পৃথিবীতে এইসব ইউএফও –তে চেপে আসে। ভিনগ্রহের এ প্রাণীদের কথা অনেকেই আবার হেসেই উড়িয়ে দেন। কিন্তু আসলেই যদি একটি ইউএফও এসে পড়ে আপনার সামনে, তখন কী করবেন ভেবেছেন কখনো? এমনই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার আকাশে।

হঠাৎই ইন্দোনেশিয়ার একটি অংশের আকাশে দেখতে পাওয়া যায় বহুল আলোচিক এই ভিনগ্রহীদের যান। স্থানীয় গণমাধ্যমের খবর, যে একটি মেঘের স্তুপের পেছন থেকে বেরিয়ে আসছিলো এই যানটি।

এটির গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৫০০ মাইল। পরে ইউএফওটি হারিয়ে যায় মেঘের আড়ালে। স্থানীয়রা জানিয়েছেন, ইউএফওটি যখন আকাশ দিয়ে যাচ্ছিল তখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই অঞ্চলের রেডিও, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা।

বিডি প্রতিদিন/ ই-জাহান


আপনার মন্তব্য