সোমবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চল জাহেদানে অবস্থিত বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর একটি ঘাঁটির কমান্ডারকে হত্যা করা হয়েছে।
ইরানের দক্ষিণ-পূর্বে আইআরজিসির আঞ্চলিক সদর দপ্তর অপারেশনাল বেস কুদস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, জাহেদানের শিরাবাদ জেলার ইমাম হাদি মসজিদে নামাজ আদায়কারীদের রক্ষা করতে গিয়ে বাসিজ কমান্ডার জাভেদ করিমকোশতেহ নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সন্ত্রাসীরা যখন করিমকোশতেহকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তখন তিনি মসজিদের প্রবেশপথে পাহারা দিচ্ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ঘটনার তদন্ত চলছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবার জাহেদানে নিহত কমান্ডারের জানাজা অনুষ্ঠিত হবে।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল