ভারতের লাহুল পর্বতমালা এবং স্পিতি জেলায় মঙ্গলবার সকালে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হন আইআইটি পড়ুয়ারা। এ ব্যাপারে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানিয়েছেন, ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হওয়া আইআইটির দলটি নিরাপদে রয়েছে।
সংবাদসংস্থা এএনআই-কে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন, “আইআইটি-রুরকির পড়ুয়া-সহ ৫০ জনের দলটি নিরাপদে রয়েছে।”
উল্লেখ্য, বেশ কয়েক দিন ধরে অতি বর্ষণ এবং ভারী তুষারপাতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় হিমাচল প্রদেশের বেশি কিছু এলাকা। কুলু, কাংরা এবং ছাম্বায় ভারী বর্ষণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। এই সব জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ