কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতজুড়ে তাই পাকিস্তানের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। প্রতিবাদের অংশ হিসেবে ভারতের মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই) একটা অভিনব উপায় বেছে নিয়েছে।
সিসিআই এর কার্যালয়ে থাকা সাবেক পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হয়েছে।
সিসিআই’ ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত একটা প্রতিষ্ঠান। মুম্বাইয়ের বিখ্যাত ব্রাবোর্ন স্টেডিয়ামে তাদের মূল কার্যালয় অবস্থিত। ক্রিকেট ইতিহাসের বিভিন্ন কিংবদন্তি তারকাদের ছবি দিয়ে সাজানো হয়েছে ক্লাবটি। ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের একটা ছবি ক্লাবটিতে শোভা পায়।
তবে বৃহস্পতিবারের ঘটনার পর শনিবারই ছবিটা ঢেকে দেওয়া হয়েছে। সিসিআইয়ের সভাপতি প্রেমাল উদানি জানিয়েছেন, কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছবিটা ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিসিআইয়ের প্রেসিডেন্ট প্রেমল উদানি বলেন, 'আমরা একটা স্পোর্টস ক্লাব। নানা দেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবি আমাদের ক্লাবের নানা জায়গায় লাগানো রয়েছে। এই মুহূর্তে যা ঘটছে, তার প্রতিবাদ আমরা নিজেদের মতো করে করছি। আপাতত আমরা ছবিগুলো ঢেকে দিয়েছি। হয়তো ছবিগুলো খুলেও নেওয়া হবে। সেটা এখনই বলতে পারছি না।'
এই ব্রাবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানের হয়ে ভারতের বিপক্ষে দু’টি টেস্ট খেলেছেন ইমরান। খেলেছেন ১৯৮৭ সালে একটি প্রদর্শনী ম্যাচও। এ ছাড়া ১৯৮৯-তে নেহেরু কাপের ম্যাচে ইমরানের নেতৃত্বে পাকিস্তান এই মাঠেই হারায় অস্ট্রেলিয়াকে। সে ম্যাচের সেরা হয়েছিলেন পাকিস্তানি অধিনায়কই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় ৪৪ জওয়ান নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন