ইসরায়েলের মধ্যাঞ্চলে সোমবার সকালে রকেট হামলায় সাতজন আহত হয়েছেন। হামলার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে ইসরায়েল পৌঁছেছেন। তিনি এ হামলার সমুচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ার করেছেন।
রকেটটি একটি আবাসিক ভবনে আঘাত করে যাতে এক পরিবারের ছয় সদস্য আহত হন। সবমিলিয়ে মোট সাত জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা। এর মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর।
কোনো গোষ্ঠী এ হামলার দায় শিকার করেনি। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, রকেটটি গাজা থেকে ছোড়া হয়েছে। সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা