২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো থাইল্যান্ডে আজ ভোটগ্রহণ চলছে। আর এই নির্বাচনে জয়ের পথে সেনা সমর্থিত দল ‘পালং প্রচারাথ পার্টি’। বিপুলে ভোটে এগিয়ে থেকে ফের সরকার গঠনের দ্বারপ্রান্তে বলে মনে করছেন দেশটির সংশ্লিষ্টরা।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৯১ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। প্রায় ৭৩ লাখ ভোট পেয়ে নির্বাচনে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী প্রায়ুথ চান ওচা। পিউ থাই পার্টি পেয়েছে ৬৬ লাখ ভোট; আর ফরওয়ার্ড পার্টি পেয়েছে ৪৮ লাখ ভোট।
এদিকে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আজকের মধ্যেই পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে। এতে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক জেনারেল প্রায়ুথ চান ওচা।
প্রসঙ্গত, থাইল্যান্ডে ২০১৪ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পাঁচ বছর পর রবিবার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২৫ মার্চ ২০১৯/আরাফাত