অরুণাচল প্রদেশকে ভারতের অংশ এবং স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানকে দেখানোর জেরে প্রায় ৩০ হাজার মানচিত্র নষ্ট করে করেছে চীন। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে বিষয়টি সামনে এসেছে। সাম্প্রতিককালে দেশে এই ধরনের অভিযান চোখে পড়েনি বলে দাবি তাদের।
অরুণাচলপ্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে বহুকাল ধরে দাবি করে আসছে চীন। তাইওয়ানকেও নিজেদের অংশ বলে দাবি করে তারা। তাই দেশের মানচিত্র তৈরির কারখানাগুলোতে কড়া নজরদারি চালানো হয়। তল্লাশি চালানো হয় বিভিন্ন বাজারেও। সে ভাবেই সম্প্রতি শাংদোং প্রদেশের চিংদাও শহরের একটি দফতরে হানা দেন সে দেশের শুল্ক দফতরের কর্মকর্তারা। অরুণাচলকে ভারতের অংশ এবং তাইওয়ানকে স্বাধীন দেশ বলে দেখানো হয়েছে এমন ২৮ হাজার ৯০৮টি মানচিত্র বাজেয়াপ্ত করে পরে সেগুলো নষ্ট করে দেওয়া হয়।
গোপন সূত্রে খবর পেয়ে ওই দফতরে শুল্ক দফতরের কর্মকর্তারা হানা দেন বলে জানিয়েছে সে দেশের গ্লোবাল টাইমস সংবাদপত্র। তাদের দাবি, বাইরের কোন দেশে পাঠানো হচ্ছিল ওই মানচিত্রগুলো। তবে তার আগেই সেগুলোর পেয়ে যান শুল্ক দফতরের কর্মকর্তারা। মানচিত্রগুলো খুঁটিয়ে দেখে সেগুলোতে ভুল তথ্য রয়েছে বলে জানায় চিংদাও প্রশাসন। পরে গোপন জায়গায় নিয়ে গিয়ে মানচিত্রগুলো নষ্ট করে দেওয়া হয়।
শুল্ক দফতরের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছেন প্রাকৃতিক সম্পদ বিভাগের মন্ত্রী মা উই। তিনি বলেন, “মানচিত্রে ভুল তথ্য থাকলে তা দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। ওই মানচিত্রগুলো তো আবার বিদেশে পাঠানো হচ্ছিল। তাতে আরও ক্ষতি হত।”
আগেও একাধিকবার এমন পদক্ষেপ করেছে চীন। এমনকি, অরুণাচলে ভারতীয় নেতা-মন্ত্রীদের সফর নিয়েও প্রতিবাদ জানিয়েছে তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ