ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির (৮২) বিতর্কিত 'বুঙ্গা বুঙ্গা' পার্টির বিষয়ে সাক্ষ্যদানকারী এক মডেলের মৃত্যু হয়েছে। মরোক্কান বংশোদ্ভূত ওই মডেলের নাম ইমানে ফাদিল (৩৩)। গত ১ মার্চ মিলানের হিউম্যানিটাস হাসপাতালে হাসপাতালে তার মৃত্যু হয়। ২৯ জানুয়ারি থেকে তার চিকিৎসা চলছিল। ফাদিলকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে।
গত বছর মামলা থেকে রেহাই পেতে তাকে অর্থ দিয়েছিলেন বেরলুসকোনি- এমন অভিযোগ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, ইমানে ফাদিলের শরীরে উচ্চ মাত্রায় বিষাক্ত পদার্থ পাওয়া গেছে।
মিলানের ভিলা আরকোরে’তে ক্ষমতায় থাকার সময় যুবতীদের নিয়ে উদ্দাম পার্টির আয়োজন করতেন সিলভিও বেরলুসকোনি। তাতে যারা নিয়মিত উপস্থিত থাকতেন তার মধ্যে অন্যতম ইমানে ফাদিল। ওই পার্টিতে আমন্ত্রণ জানানো হতো পতিতাদের।
২০১২ সালে ইমানে ফাদিল জানান, মরোক্কোর নাইট ক্লাব ডান্সার কারিমা এল মাহরোফ ওরফে রুবিকে যৌনতার বিনিময়ে অর্থ দিয়েছিলেন বেরলুসকোনি। কিন্তু রুবির বয়স ছিল ১৮ এর নিচে যা ইতালীয় আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা