প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ররোচনায় উগ্র ডানপন্থী ও শ্বেতাঙ্গ বর্ণবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর।
শুক্রবার ইলহান ৯/১১ হামলাকে গুরুত্ব দিচ্ছে না অভিযোগ করে একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। এর জবাবে ট্যুইটে এসব বলেন তিনি। খবর বিবিসি'র।
তিনি বলেন, ‘ডান চরমপন্থী ও শ্বেতাঙ্গ বর্ণবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি উৎসাহিত করছেন। যেসব কাউন্টিতে ট্রাম্পের র্যালি হয়েছে সেখানে সন্ত্রাস ২২৬ শতাংশ বেড়েছে।’
এদিকে ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ১১ সেপ্টেম্বরের হামলার ভিডিও চিত্রের সঙ্গে কংগ্রেস সদস্য ইলহান ওমরের বক্তব্য যোগ করে বোঝাতে চেয়েছেন, ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদেরকে গুরুত্ব দিচ্ছেন না ইলহান।
প্রতিক্রিয়ায় ইলহান ওমর আরও বলেন, ‘আমি চুপ থাকার জন্য কংগ্রেসে যাইনি। আমি মার্কিন কংগ্রেসে প্রবেশ করেছি গণতন্ত্রকে রক্ষা করতে এবং এর জন্য যুদ্ধ করতে।’
ইলহান ওমর এর আগে একটি মুসলিম সিভিল রাইটস গ্রুপে দেয়া বক্তব্যে মার্কিন মুসলিমদের অবস্থা তুলে ধরতে গিয়ে বলেছিলেন, ‘কিছু লোক ১১ সেপ্টেম্বরে কিছু একটা ঘটিয়েছে, আর এরপর থেকে আমরা মুসলমানরা স্বাধীনতা হারাতে শুরু করেছি।’
বিডি প্রতিদিন/হিমেল