সামরিক বিষয়াদিসহ দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি ও সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।
সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে তারা পর্যালোচনা করেন।
এর আগে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত এক ঘনিষ্ঠ উপদেষ্টার সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন কংগ্রেসের চাপে রয়েছে সৌদি আরব। তবে দেশটির প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থন অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম