চীন ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, ল্যাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অবমাননাকর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ এবং বেইজিং তা প্রত্যাখ্যান করছে।
চীনের এই কর্মকর্তা বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ল্যাতিন আমেরিকাকে নিজের বাড়ির পিছনের উঠান হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, এ অঞ্চলের বহু দেশের সরকার উৎখাত করেছে আমেরিকা এবং এখনো প্রতিনিয়ত এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
লু ক্যাং বলেন, ল্যাতিন আমেরিকার দেশগুলো এখন একথা উপলব্ধি করতে শুরু করেছে যে, তাদের প্রকৃত বন্ধু কে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ল্যাতিন আমেরিকার তিন দেশ চিলি, প্যারাগুয়ে ও পেরু সফরকালে অভিযোগ করেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আর্থিক সহযোগিতা দেয়ার মাধ্যমে চীন ওই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পম্পেও আরও বলেন, চীনা অর্থনৈতিক হস্তক্ষেপে ভেনিজুয়েলা ধ্বংস হয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৯/আরাফাত