বেআইনিভাবে মাদক বিক্রির অভিযোগে ভারতের দক্ষিণ দিল্লি থেকে এক নাইজেরীয় ফুটবলারকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ ফ্রেন্ডস কলোনি থেকে বছর ৩১ বছর বয়সী ওই ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আটককৃত ওই ফুটবলারের নাম হেনরি। খবর এই সময়ের।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ১৫ এপ্রিল নিউ ফ্রেন্ডস কলোনির ব্যাটরা সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে আরেক মাদক কারবারিকে কোকেন দিতে এসেছিলেন ওই নাইজেরীয় ফুটবলার। তার কাছ থেকে ৩৫ গ্রাম কোকেন জব্দ করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রফেশনাল ফুটবল খেলতে ছয় মাস আগে ভারতে আসেন হেনরি। কিন্তু ভারতে প্রথমসারির কোনও দলে তার খেলার সুযোগ হয়নি।
বিডি প্রতিদিন/কালাম