২১ এপ্রিল, ২০১৯ ১১:৪৭

নতুন যুদ্ধঘাঁটিতে সেই উইং কমান্ডার অভি নন্দনকে পদায়ন

অনলাইন ডেস্ক

নতুন যুদ্ধঘাঁটিতে সেই উইং কমান্ডার অভি নন্দনকে পদায়ন

ফাইল ছবি

এবার শ্রীনগরের বাইরে দায়িত্ব দেয়া হলো ভারতীয় বিমান বাহিনীর পাইলট সেই অভি নন্দন বর্তমানকে। অভি নন্দনের নিরপত্তার কথা মাথায় রেখে তাকে শ্রীনগর থেকে পশ্চিম ভারতের অন্য একটি ঘাঁটিতে পদায়ন করছে ভারতীয় বিমান বাহিনী।

জানা গেছে, নতুন একটি যুদ্ধঘাঁটিতে অভি নন্দনকে পদায়ন করা হয়েছে। অভিনন্দনের নিরাপত্তার স্বার্থে সেটির নাম গোপন রাখা হয়েছে। তবে যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে তাকে ছাড়পত্র দেওয়ার পর তিনি নিয়মিতভাবেই উড্ডয়নের কাজ করে যাবেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি মিগ ২১ বাইসন ফাইটার জেটের সাহায্যে পাকিস্তানের এফ-১৬ জেটকে ধ্বংস করেন অভি নন্দন। পাকিস্তানি বিমানকে ধ্বংস করলেও তার বিমানেও গুলি লাগে। সেটি ভেঙে পড়ে পাকিস্তানি সীমানায়। তাকে বন্দি করে পাকিস্তানি সেনা।
  
এরপর টানটান উত্তেজনার মধ্যে অভিনন্দকে সসম্মানে ফিরিয়ে দেয় পাকিস্তান। পাকিস্তান হেফাজতে থাকাকালীন তিনি যে মানসিক দৃড়তার পরিচয় দিয়েছিলেন তা দেশবাসীর নজর কেড়েছিল।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর