২৪ এপ্রিল, ২০১৯ ১১:০৯

ভারতসহ চার দেশে ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ভারতসহ চার দেশে ভূমিকম্প

ভারতসহ প্রতিবেশী তিন দেশ মাঝারি মাত্রার শক্তিশালী কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল ও আসামে ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পন প্রতিবেশী দেশ চীন এবং মিয়ানমারেও অনুভূত হয়। এছাড়া বুধবার সকালে নেপালেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মঙ্গলবার রাতে তিনটি দেশে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। এটির উৎপত্তিস্থল ছিল আসামের ডিব্রুগড়।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াংয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৬.১। ওই ভূমিকম্পের প্রভাবে তিব্বতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে।

অন্যদিকে বুধবার রাতের ওই ভূমিকম্পের জেরে চীন ও মিয়ানমারের কিছু অংশে কম্পন অনুভূত হয়। এই কম্পনের রেশ কাটতে না কাটতে বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্প আঘাত করে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর