এবার বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে হামলা চালানোর পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এই জঙ্গি গোষ্ঠী সমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেলে হামলার হুঁশিয়ারি দিয়ে বাংলায় ‘শিগগিরই আসছি’ লেখা একটি পোস্টার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার রাতে বের হওয়া পোস্টারটিতে এমনই ইঙ্গিত পাওয়া যায়।
এর আগে, শ্রীলঙ্কায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রায় ২৫৩ জন প্রাণ হারায়।
বাংলায় লেখা সেই পোস্টারে মুরসালাত নামে আইএসের একটি শাখা সংগঠনের লোগোও রয়েছে। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার পর গোয়েন্দা সংস্থা এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামাত উল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে। জেএমবিকে তাদের দলে সদস্য নিয়োগের জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গে মাঝে মাঝেই তৎপর হতে দেখা যায়।
গত বছরের প্রথম দিকে বাবুঘাট থেকে আরিফুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এই আরিফুল আবার ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম