শ্রীলঙ্কায় ইস্টার সানডে পালনের প্রাক্কালে দেশটির চার্চ ও হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় দ্বায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং স্বরাষ্ট্র সচিবকে পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার দায়ে পুলিশপ্রধান (আইজিপি) পুজিথ জয়াসুন্দরকে গ্রেফতার করার দাবি জানান দেশটির এক সাংসদ।
এদিকে, দেশটির প্রেসিডেন্টের অনুরোধেও পদত্যাগ করেননি পুলিশপ্রধান পুজিত জয়াসুন্ড্রা। যদিও পুলিশপ্রধান পদত্যাগ করেছেন বলে গত শুক্রবার সিরিসেনা সাংবাদিকদের জানিয়েছিলেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দপ্তরের বরাতে শনিবার রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা পাওয়ার পরও প্রেসিডেন্টকে তা না জানানোয় পুলিশপ্রধান পুজিত জয়াসুন্ড্রা ও প্রতিরক্ষা সচিব হেমেসিরি ফার্নান্ডোকে পদত্যাগ করতে অনুরোধ জানিয়েছিলেন সিরিসেনা।
প্রতিরক্ষা সচিব ফার্নান্ডো পদত্যাগ করলেও জয়াসুন্ড্রা এখনও পদ ছাড়েননি।
নাম প্রকাশ না করে প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করতে অস্বীকার করেছেন তিনি’।
শ্রীলঙ্কার পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশপ্রধান পদত্যাগ করেননি কিন্তু শনিবার কর্মস্থলেও আসেননি।
শ্রীলঙ্কায় হামলার আগে সতর্ক বার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু কোন সতর্ক বার্তা আমলে নেয়া হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার