সিরিজ বোমা হামলার জেরে বোরকা, নিকাবসহ মুখ ঢেকে রাখে এমন সব পোশাক নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা।
রবিবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বিশেষ ক্ষমতা বলে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেন। সোমবার থেকেই এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
গত সপ্তাহে ইস্টার সানডে’র প্রার্থনা চলাকালে দেশটির বিভিন্ন গির্জা ও হোটেলে ভয়াবহ হামলার ঘটনার পর নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
ভয়াবহ ওই বোমা হামলায় বেশ কিছু বিদেশি নাগরিকসহ অন্তত ২৫৩ জন নিহত হয়েছেন।। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/কালাম