পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে কোনো তথ্য ভারতকে দেবে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে ডন নিউজের।
কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে আকাশপথে যে ‘ডগফাইট’ হয়, ভারতের অভিযোগ তাতে ওই যুদ্ধবিমান ব্যবহার করেছে পাকিস্তান। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।
এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রে তৈরি। তাই এ সম্পর্কিত তথ্য তারা ভারতকে জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, পাকিস্তান গত ২৭ ফেব্রুয়ারি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে ভারত অভিযোগ করে। এ অভিযোগ পাওয়ার পর পরই আমরা ভারতকে জানিয়ে দিয়েছি, যেহেতু এ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বিষয়, তাই আমরা এ বিষয়ে কোনো তথ্য শেয়ার করবো না।
ওই কর্মকর্তা আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান বুঝতে পেরেছে ভারত।
যুক্তরাষ্ট্রের অবস্থান ভারত বা পাকিস্তানের পক্ষে নয়। ওই কর্মকর্তা বলেছেন, যদি তৃতীয় কোনো একটি দেশ পরের দিন সি-১৩০ বা সি-১৭০ অথবা এপাচে সম্পর্কে তথ্য জানতে চায়, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে, তাহলেও আমাদের উত্তর একই হবে। এটাও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয়।
বিডি প্রতিদিন/কালাম