সম্প্রতি শ্রীলঙ্কায় খ্রিস্টানদের তিনটি গির্জা ও কয়েকটি হোটেলে বোমা হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে অন্তত ২৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। এই হামলার পিছনে জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল তওহিদ জামায়াত (এনটিজে)। জড়িত বলে জানিয়েছেন শ্রীলঙ্কা সরকার।
ওই হামলার রেশ কাটতে না কাটতেই আরও একটি হামলার পরিকল্পনা ছিল এনটিজের। এবারের হামলাটি চালানো হতো দেশটির বৌদ্ধ মন্দিরগুলোতে।
আর এক্ষেত্রে নারী বোমারুদের ব্যবহার করা হতে পারে। দেশটির সরকারি গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তথ্য পেয়েছে বলে জানা গেছে।
এদিকে এই হামলার সময় পরিধানের জন্য কিছু পোশাক কিনেছিল ওই নারীরা। এ কথা জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা।
শ্রীলঙ্কার সাইনথারামু এলাকায় বিস্ফোরণের পর সরকারি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা একটি বাড়ি থেকে কয়েক জোড়া সাদা স্কার্ট ও ব্লাউজ উদ্ধার করেছেন।
চলতি বছরের ২৯ শে মার্চ গরিয়ুল্লার একটি পোশাকের দোকান থেকে কয়েকজন মুসলিম নারী ২৯ হাজার টাকা খরচ করে ৯ সেট পোশাক কিনেছিল।
এখন পর্যন্ত এই বাড়িটি থেকে পাঁচ সেট সাদা পোশাক উদ্ধার করা হয়েছে। বাকি পোশাকগুলো খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো।
যে দোকান থেকে পোশাকগুলো কেনা হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজে ওই নারীদের ছবি ধরা পড়েছে।
সূত্র : ডেইলি মিরর
বিডি প্রতিদিন/কালাম